মোঃ নূরুল হুদা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী জনাব মোঃ নূরুল হুদা উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ১০ এপ্রিল ২০২৫ তারিখ পদোন্নতিপ্রাপ্ত হয়ে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-তে যোগদান করেন।
ইতোপূর্বে তিনি অগ্রণী ব্যাংক পিএলসি এর মহাব্যবস্থাপক (খুলনা সার্কেল ও বরিশাল সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব হুদা ১৯৯৬ সালে অগ্রণী ব্যাংক পিএলসি এর সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, ট্রেজারী ডিভিশন, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ভিভিশন, প্রধান শাখা, ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শাখা ও বিভাগে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে বি.কম (সম্মান), ব্যাংকিং বিষয়ে এম.কম. এবং একই বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে ইএমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) এর একজন ডিপ্লোমেড এসোসিয়েট। তিনি তাঁর দূরদর্শিতা, গতিশীলতা, প্রতিশ্রুতি এবং উদ্ভাবনী ধারণার জন্য বিখ্যাত। জনাব হুদা ১৯৭২ সালে পিরোজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্মগ্রহণ করেন। জনাব মোঃ নূরুল হুদা দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারে অংশগ্রহণ করেন।