Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd মার্চ ২০২৫

ব্যবস্থাপনা পরিচালক

  নিরঞ্জন চন্দ্র দেবনাথ

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এ ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে যোগদান করেন। আইসিবিতে যোগদানের পূর্বে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো) এবং বেসিক ব্যাংক লিমিটেড এ উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ ১৯৯৭ সালে বেসিক ব্যাংক লিমিটেড এ সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। ইতোমধ্যে তিনি ব্যাংকের প্রায় সকল গুরুত্বপূর্ণ বিভাগে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। জনাব দেবনাথ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (এফসিএমএ) এর একজন ফেলো মেম্বার। এছাড়াও তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস থেকে সিজিএমএ এবং সিএমএ ডিগ্রী অর্জন করেন। তিনি আইবিবি’র একজন ডিপ্লোমেড এসোসিয়েট। জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারে অংশগ্রহণ করেন এবং ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে ভ্রমণ করেন।