Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০২১

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ (আইসিএমএল) এর পণ্য এবং সেবাসমূহ

ইস্যু ম্যানেজমেন্ট 
আইসিএমএল রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, স্থানীয় সংবিধিবদ্ধ সংস্থা এবং কর্পোরেট সেক্টরে ইস্যু ম্যানেজমেন্ট  সম্পর্কিত বিশেষ সেবা প্রদান করে। এটি পুঁজিবাজার মধ্যস্থতাকারী হিসাবে ইস্যু ম্যানেজমেন্ট, উপদেষ্টা এবং কর্পোরেট পরামর্শদাতা হিসেবে সেবাসমূহ সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে, আইসিএমএল বিভিন্ন দৃঢ় ভিত্তির কোম্পানিকে পুঁজি বাজারে তাদের সিকিউরিটিগুলি চালু করতে সহায়তা করেছে এবং ইস্যু পরিচালনার ক্ষেত্রে বিশ্বস্ত ব্র্যান্ড হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।    

 
আন্ডাররাইটিং
আইসিএমএল এককভাবে বা কনসোর্টিয়ামের মাধ্যমে মূলধন বাজার থেকে দীর্ঘমেয়াদী তহবিল সন্ধানকারী টেকসই এবং সম্ভবনাময় কোম্পানিকে আন্ডার রাইটিং সেবা প্রদান করে। কোম্পানিসমূহের ইস্যুর অবিক্রীত   অংশ গ্রহণের প্রতিশ্রুতির মাধ্যমে দ্বিমাত্রিক বাজারে ইক্যুইটি এবং ঋনের সরঞ্জামগুলি চালু করতে সহায়তা করে।

 
ট্রাস্টি এবং কাস্টোডিয়ান 
এ যাবত কালের বৃহত্তম মিউচ্যুয়াল ফান্ড অর্থাৎ ৫০০০.০০ কোটি টাকার 'বাংলাদেশ ফান্ড' এর ট্রাস্টি ও কাস্টোডিয়ান হিসাবে আইসিএমএল দায়িত্ব পালন করছে। এটি একটি ওপেন-এন্ডেড মিউচ্যুয়াল ফান্ড যা ২০১০-১১ অর্থবছরে দেশের পুঁজি বাজারে বিপর্যয়ের পরে ত্রাণকর্তা হিসাবে কাজ করেছিল।     

 
পোর্টফোলিও ম্যানেজমেন্ট
আইসিএমএল প্রাইমারি ও সেকেন্ডারি বাজারে সিকিউরিটিতে বিনিয়োগ করে নিজস্ব পোর্টফোলিও পরিচালনায় গতিশীল ভূমিকা পালন করে আসছে। আইসিবির সহযোগী প্রতিষ্ঠান হওয়ায় এবং একটি শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক হিসেবে আইসিএমএল সক্রিয় পোর্টফোলিও ব্যবস্থাপনার মাধ্যমে মূলধন বাজারের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখে।


বিনিয়োগকারীদের হিসাব পরিচালনা (ইনভেস্টরস্‌ স্কিম)  
আইসিএমএল এর প্রধানতম কার্যাবলীর মধ্যে একটি হ'ল ইনভেস্টরস্‌ স্কিম, যার মধ্যে ডিসক্রিশনারি  এবং নন-ডিসক্রিশনারি  উভয় সেবা রয়েছে। এই স্কিম সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটি সুযোগ কারণ এটি সিকিউরিটিজের জন্য উল্লেখযোগ্য চাহিদা তৈরি করে দ্বিমাত্রিক বাজারকে দৃঢ় রূপ দিয়েছে। সর্বোত্কৃষ্ট গ্রাহক সেবা আইসিএমএলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং চালিকাশক্তি।      

 

লিয়েন ব্যাংকিং ও এক্যুইটি এন্ড অন্ট্র্যাপ্র্যানারশীপ ফান্ড (ইইএফ) / এক্যুইটি সাপোর্ট ফান্ড (ইএসএফ) এর পরামর্শ সেবা 
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সফটওয়্যার শিল্প এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও কৃষি ভিত্তিক শিল্পের মতো ঝুঁকিপূর্ণ তবে প্রতিশ্রুতিশীল ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করতে  উৎসাহিত করার লক্ষ্যে ২০১২-২০১১ অর্থবছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এক্যুইটি এন্ড অন্ট্র্যাপ্র্যানারশীপ ফান্ড (ইইএফ) গঠন করা হয়েছিল। অন্যান্য কার্যক্রমের  মধ্যে, আইসিএমএল সরকারের এক্যুইটি এন্ড অন্ট্র্যাপ্র্যানারশীপ ফান্ড (ইইএফ) / এক্যুইটি সাপোর্ট ফান্ড (ইএসএফ) প্রকল্পসমূহের সম্ভাব্যতা যাচাই এবং মূল্যায়ণ সংক্রান্ত পরামর্শ সেবা প্রদান করে।